০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দপুরে চাঞ্চল্যকর রাফি হত্যা মামলার পলাতক চার আসামি গ্রেফতার

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চাঞ্চল্যকর রাফি (২২) হত্যা ঘটনায় পলাতক চারজন আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন এজাহারভুক্ত আসামি। রোববার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ধলাগাছ সুখীপাড়ার বাবর আলীর ছেলে নয়ন ইসলাম (২২), একই এলাকার আজিবর মিয়ার ছেলে মোনা মিয়া (৩৩), আমজান আলীর ছেলে রনি ইসলাম (১৮) ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় এলাকার আব্দুল বারী বাবলুর ছেলে হৃদয় হোসেন জয় (১৯)।

পুলিশ জানায়, গত ৯ মে আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়ায় বোরো ধানক্ষেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাফি সৈয়দপুর পৌরমহল্লার হাফিজুল হকের ছেলে। বাবা নিজে বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন সৈয়দপুর থানায়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফইম উদ্দিন জানান, রাফি হত্যা মামলায় ঢাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। তাদেরকে আজ রোববার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঐ ঘটনায় মামলার পরেই (১০ মে) পুলিশ এজাহারনামীয় আসামি সোনা মিয়াকে (৩৬) গ্রেফতার করেন। এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হলো।

তিনি আরও জানান, এ বিষয়ে পুলিশ সকলকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা করছে। মূলত তারা ঘটনার পর থেকে পালাতক রয়েছে।

শিক্ষিকা মাহরীনের সমাধিতে বিজিবি ও বিজিবি পরিচালিক স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের শ্রদ্ধার্ঘ্য

সৈয়দপুরে চাঞ্চল্যকর রাফি হত্যা মামলার পলাতক চার আসামি গ্রেফতার

প্রকাশিত ০৭:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চাঞ্চল্যকর রাফি (২২) হত্যা ঘটনায় পলাতক চারজন আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন এজাহারভুক্ত আসামি। রোববার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ধলাগাছ সুখীপাড়ার বাবর আলীর ছেলে নয়ন ইসলাম (২২), একই এলাকার আজিবর মিয়ার ছেলে মোনা মিয়া (৩৩), আমজান আলীর ছেলে রনি ইসলাম (১৮) ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় এলাকার আব্দুল বারী বাবলুর ছেলে হৃদয় হোসেন জয় (১৯)।

পুলিশ জানায়, গত ৯ মে আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়ায় বোরো ধানক্ষেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাফি সৈয়দপুর পৌরমহল্লার হাফিজুল হকের ছেলে। বাবা নিজে বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছিলেন সৈয়দপুর থানায়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ফইম উদ্দিন জানান, রাফি হত্যা মামলায় ঢাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ। তাদেরকে আজ রোববার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঐ ঘটনায় মামলার পরেই (১০ মে) পুলিশ এজাহারনামীয় আসামি সোনা মিয়াকে (৩৬) গ্রেফতার করেন। এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হলো।

তিনি আরও জানান, এ বিষয়ে পুলিশ সকলকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা করছে। মূলত তারা ঘটনার পর থেকে পালাতক রয়েছে।