জেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে।গত বৃহস্পতিবার রাতে কিশোরীগঞ্জ উপজেলা শহরের প্রধান সড়কে ও নীলফামারীর শিমুলতলী নামক স্থানে এইদূর্ঢ়টনা দুটি ঘটে। নিহত দুইজন হলো কামরুজ্জামান (৪৮) ও সুমন রায় বর্মণ (৪০)।
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, কামরুজ্জামান রংপুরের গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের চৌধুরীপাড়ার জয়নাল আবেদীনের ছেলে। তিনি একটি বেসরকারী সংস্থায় (এনজিও) কর্মরত ছিল। বৃহস্পতিবার রাত সারে ৯টার দিকে তিনি মোটরসাইকেলযোগে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। উপজেলা শহরের প্রধান সড়কের রেজিষ্ট্রী অফিসের সামনে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিশোরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে সৈয়দপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন জানান, জেলার ডোমার থানার অস্থায়ী কম্পিউটার অপারেটর ও ডোমার উপজেলার পশ্চিম চিকনমাটি ঘুন্টিরপাড় গ্রামের মৃত আনন্দ রায় বর্মণের ছেলে সুমন রায় বর্মন(৪০)। সে বৃহস্পতিবার বাক্তিগত কাজে মোটরসাইকেলে সৈয়দপুরে যায়। ডোমার ফেরার পথে রাত ১১টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের শিমুলতলী নামকস্থানে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সে গুরুত্ব আহত হয়। ফায়ার সার্ভিস এসে তাকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
পুলিশ সুত্রমতে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নীলফামারীতে সমবায় দলের কর্মীসভা অনুষ্ঠিত
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। এ সময় জেলা…