‘মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ এই প্রতিপাদ্যে রংপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। রংপুর জেলাপ্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই আলোচনাসভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, প্রবীণরা সমাজের বোঝা নয়। তাঁরা সামাজের মূল্যবান সম্পদ। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও পরামর্শ আমাদের নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের একটি অন্যতম প্রধান সমস্যা হলো বাল্যবিবাহ। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে অনেকে মানসিকভাবে নিজেদের বয়স্ক ভাবতে শুরু করেন। এই চিন্তা-চেতনার পরিবর্তন ঘটাতে হবে। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক ৬০-৬৫ বছরের পরও নিজেদের বয়স্ক মনে করেন না। এই সময় তাঁরা ইচ্ছামত ভ্রমণ ও শারীরিক পরিশ্রম করেন। এর ফলে তাঁদের মধ্যে বয়সের ছাপ পরিলক্ষিত হয় না। বৃদ্ধ বয়সে শারীরিক ও মানসিকভাবে প্রবীণরা যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন, সেজন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহব্বান জানান।
আলোচনাসভায় রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, রংপুর মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. বিডি বিধু প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, প্রবীণ ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনাসভার পূর্বে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রংপুর জেলাপ্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।