ট্রেনে কাটা পড়ে নীলফামারীতে আব্দুস সহীদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার(২৯ সেপ্টেম্বর) ভোরে জেলা শহরের গাছবাড়ি রেলঘুন্টি এলাকায় এই ঘটনা ঘটে। সহীদ সুটিপাড়া এলাকার মৃত. হোসেন আলীর ছেলে।
রেলওয়ের জিআরপি পুলিশ সুত্র জানায়, খুলনা থেকে চিলাহাটি অভিমুখি খুলনা রকেট মেইল ট্রেনে কাটা পড়ে মারা যায় যুবক।
সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায় এরমধ্যে একটি পা পাওয়া যায়নি।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…