নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে।গতকাল শুক্রবার সকাল ৬ টা এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। সৈয়দপুরের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. কামরুল হাসান সোহেলের উদ্যোগে সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফিনিক্স ক্লাবের সহযোগিতায় সৈয়দপুর রানার্স এই আয়োজন করে। বৃষ্টি উপেক্ষা করে প্রায় সাতশ প্রতিযোগী ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেন। সৈয়দপুর শহরের উপকণ্ঠে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুরে বাঁশি বাজিয়ে প্রতিযোগিতার শুভ সুচনা করেন ম্যরাথন দৌঁড় প্রতিযোগিতার রেস্ মার্শাল আমানুল হক আমান। এর আগে বেলুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন নীলফামারী -৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকী। এতে বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা বেগম, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, রেস ডিরেক্টর ডা. মো. কামরুল হাসান সোহেল, পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় ও চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান। এ সময় উপস্থিত ছিলেন ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল, আয়রন ম্যান ইমতিয়াজ এলাহী, সাংবাদিক এম আর আলম ঝন্টু, এম এ করিম মিস্টার, তোফাজ্জল হোসেন লুতু, রেজা মাহমুদ প্রমূখ। উপজেলার চাকলাবাজার, বেনিরহাট ও ক্যানেল বাজার মোড় ঘুরে সোনাপুকুরে গিয়ে শেষ হয় ।
আয়োজক সংগঠন সৈয়দপুর রানার্সের প্রধান পৃষ্ঠপোষক ডা. মো. কামরুল হাসান সোহেল বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। প্রতিটি মানুষের শরীর সুস্থ ও সবল রাখার জন্য নিয়মিত দৌড় কিংবা হাঁটাচলা করা অপরিহার্য। এটি একটি বড় মহৌষধও। আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে দৌড় কিংবা হাঁটাচলার কোন বিকল্প নেই। তাই দৌঁড় কিংবা হাঁটাচলায় সব বয়সী মানুষকে আগ্রহী ও উৎসাহ যোগাতে আমাদের এ আয়োজন। সকলের সার্বিক সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করতে পেরে সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।