নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে পৌর কর, টোল ও এলআর ফান্ডের কয়েক কোটি টাকা আত্মসাৎ, স্বজনপ্রীতির মাধ্যমে মাস্টার রোলে অতিরিক্ত কর্মচারী নিয়োগ, বিভিন্ন প্রকল্পে লুটপাটসহ নানা ধরণের দুর্নীতি-অনিয়ম হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার এ পৌর কার্যালয় পরিদর্শণ করে এসব অনিয়ম ও দুর্ণীতির প্রমান পেয়েছেন। গত ৩০ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রকাশিত পরিদর্শণ প্রতিবেদন সূত্রে পৌর মেয়রের এসব দূর্ণীতি ও অনিয়মের তথ্য জানা গেছে। প্রকাশিত ওই প্রতিবেদন সূত্রে জানা যায়, গোপন অভিযোগের ভিত্তিতে চলতি বছরের গত ৩০ মে রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করেন। পৌর মেয়র, কাউন্সিলর, পৌর কর্মচারীদের সাথে কথা বলেন তিনি। এছাড়া বিভিন্ন রেজিষ্টার খাতা পর্যবেক্ষন করেন। এতে করে পৌর মেয়রের অনিয়ম ও দুর্ণীতির চিত্র ধরা পড়ে। পৌরসভায় মোট মঞ্জুরীকৃত ১৫৮ পদের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র ২৯ জন। অর্থাৎ ১৫৬ টি পদ শূন্য থাকলেও তা পূরণে ব্যবস্থা গ্রহণ না করে ৫০০ জনকে মাস্টার রোলের মাধ্যমে নিয়োগ দেন। নিয়মিত পৌরকর আদায় করলেও তা রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ২০২৩ সালের জুলাই মাসের পর থেকে টোল আদায় রেজিস্টারে কোন হিসেব রাখা হয়নি। মেয়র টোলের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া এল আর ফান্ডের কোটি টাকা ব্যাংক হিসেবে জমা না দিয়ে তা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে ওঠে এসেছে। এসব ছাড়াও মেয়রের বিরুদ্ধে আরও বেশ কিছু অনিয়ম ও দুর্ণীতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এ প্রসঙ্গে সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহানের বার বার চেস্টা করেও যোগাযোগ না হওয়ায় তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে পৌরসভার অন্যান্য কর্মকর্তাও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…