নীলফামারী জেলা শহরের জাফরাবাদ এলাকায় অবস্থিত সদর উপজেলা মডেল মসজিদে সৌর বিদ্যুৎ চালিত (লিথিয়াম আয়ন ব্যাটারী) ইলেকট্রিক থ্রি হুইলার প্রদান করা হয়েছে।গতকাল শুক্রবার দুপুরে মসজিদ প্রাঙ্গনে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের উপস্থিতিতে ওই হুলারটি প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাড়ির চাবি হস্তান্তর করেন মডেল মসজিদের জমি দাতা সাবেক সংসদ সদস্য মো. জাফর ইকবাল সিদ্দিকী। গাড়িটি গ্রহন করেন মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আজিজুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো. মোজাম্মেল হক সিদ্দিকী, মো. মজিবর রহমান, আবুল কালাম আজাদ সরকার, মো. নজমুল ইসলাম, আবুল হাসেম প্রমুখ।
বাক ইকো মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জসিমুল জানান, মসজিদের কাজে ব্যবহারের জন্য বাক ইকো মোটরস লিমিটেডের সৌজন্যে ওই থ্রি হইলারটি প্রদান করা হয়েছে।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…