নীলফামারীর সৈয়দপুরে সরকারি বিজ্ঞান কলেজে বহিরাগতদের অনুপ্রবেশ ও মাদকাসক্তদের খেলার মাঠ দখলের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে সৈয়দপুর বিমানবন্দর সড়কে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুই ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে শত শত শিক্ষার্থী অংশ নেন।
পরে একটি বিক্ষোভ মিছিল দুই কিলোমিটার পথ অতিক্রম করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ এই অঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। চলতি বছর প্রতিষ্ঠানটি ৫৩ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়াও বুয়েটসহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পেয়েছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট করতে বহিরাগত দুর্বৃত্তরা মরিয়া হয়ে উঠেছে। তারা ক্যাম্পাসে মাদকের আখড়া বসাচ্ছে। দখলে নিয়েছে খেলার মাঠটি। এ কারণে লেখাপড়ার পরিবেশ এখন হুমকির মুখে।
পরে জেলা প্রশাসককে লেখা একটি স্মারকলিপি ইউএনও’র নিকট হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে কলেজটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমরা শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের পক্ষ থেকে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ আশা করি।