নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীন সোহরাওয়ার্দী গ্রেনেট বাবুকে মারধর, দোকানপাট ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের সাধারণ মানুষ।
রবিবার সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করে তারা। মানববন্ধনে নারীপুরুষসহ হাজার হাজার মানুষ অংশ গ্রহন করে। এ সময় নীলফামারী-রংপুর সড়কের দুইপাশে শতশত যানবাহন আটকা পড়ে। মানববন্ধনে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেটবাবু। বক্তব্যে তিনি বলেন, গত ৩১ শে আগষ্ট শনিবার রাতে বিএনপির প্রতিষ্টা বার্ষিকী কেন্দ্র করে আমার আপন বড় ভাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা পাটোয়ারীর সাথে বর্তমান উপজেলা বিএনপির নেতৃবৃন্দের কথা কাঁটাকাটির এক পর্যায়ে সেটি সংঘর্ষে রুপ নেয়। সেই সময় আমার প্রতিপক্ষ কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগের উপজেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিছুল ইসলাম আনিছের ইন্ধনে পরিকল্পিত ভাবে বিএনপির অতি-উৎসাহী কতিপয় সমর্থকরা আমার ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর করে ও আমাকে মারধর করে। পরবর্তীতে তারাই আবার আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে আমার সফলতাকে ধুলিসাৎ করে দিতে চায়। আজকে আপনারা দেখছেন হাজার হাজার নারীপুরুষ আমার পক্ষে অবস্থান নিয়েছে। আমার অপরাধ আমি আগে বিএনপি করেছিলাম। কিন্তু গত ইউপি নির্বাচনে জাতীয়পার্টি থেকে লাঙ্গল প্রতিক নিয়ে সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হই। আমার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলায় তারা মনে করছে আমি আবারো বিএনপিতে যোগদান করব। তাদের মনে ভয় যদি আমি বিএনপিতে আবারো যোগদান করি তাহলে আমার জনপ্রিয়তার কাছে তারা হারিয়ে যাবে। সেই ভয় থেকে বিএনপির লোকজন আওয়ামীলীগের লোকজনের ইন্ধনে আমার ব্যাবসা প্রতিষ্টানে ভাংচুর করে আমার লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনিছুল ইসলাম আনিছের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মানববন্ধনে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন। আমি ওইদিন বাজারে ছিলাম না।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, গত ৩১ শে আগষ্ট বিএনপি নেতা মাসুদ রানা পাটোয়ারী তাঁর লোকজন নিয়ে বিএনপি অফিসে আগে হামলা করে সে সময় জাতীয়পার্টি সমর্থিত চেয়ারম্যান গ্রেনেটবাবু তাঁর ভাইয়ের পক্ষ নিয়ে আসলে অতি উৎসাহী ও চেয়ারম্যানের বিপক্ষের লোকজন সুযোগ বুজে চেয়ারম্যানের উপরে হামলা করে ও তাঁর দোকান ভাংচুর করে এখানে বিএনপির কেউ জড়িত নয়।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…