
নীলফামারীর সৈয়দপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম আর আমাদের মাঝে নেই। বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের শেরেবাংলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে— রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর।
তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। দৈনিক আজাদ পত্রিকা দিয়ে সাংবাদিকতা শুরু করলেও মৃত্যুর আগ পর্যন্ত সময়ের আলো পত্রিকায় সৈয়দপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সাপ্তাহিক সাফ জবাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া রেলওয়ে কারখানার কর্মচারী হিসাবে অবসর নেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নামাজে জানাযা শেষে শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হবে।
এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তোপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন আলাপন পত্রিকার সম্পাদক আমিনুল হক, আনন্দ আলো পত্রিকার সম্পাদক ও নাট্য ব্যক্তিত্ব রেজানুর রহমান, সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হাফিজুর রহমান, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আবদুল গফুর সরকার, উদীচীর রোবায়াত রহমান প্রমুখ।