রংপুর বিভাগের ছয় জেলায় নতুন জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মোহাম্মদ নায়িরুজ্জামান-কে পঞ্চগড়ে, সেতু বিভাগের উপসচিব শরীফা হক-কে নীলফামারীতে, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার নুসরাত সুলতানা-কে কুড়িগ্রামে, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক এইচ এম রকিব হায়দার-কে লালমনিরহাটে, ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ইশরাত ফারজানা-কে ঠাকুরগাঁওয়ে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম-কে দিনাজপুরে জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট হিসাবে পদায়ন করা হয়। মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব মুহাম্মাদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। একই প্রজ্ঞাপনে রংপুর বিভাগের ছয় জেলা-সহ মোট ৩৪টি জেলায় নতুন জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট পদায়ন করা হয়েছে। উল্লেখ্য, গত ৯ই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় অন্য এক প্রজ্ঞাপনে ২৫টি জেলায় নতুন জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট পদায়ন করে।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…