
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুর চাকলারহাট এলাকার কৃতী সন্তান সাবেক শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান প্রান্তিকের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পবিবারের পক্ষ থেকে সোনাপুকুর চাকলারহাট এলাকার নিজ বাড়িতে কবর জিয়ারত, কোরআন খানি, দোয়া মাহফিল ও এতিমখানার এতিম শিশুদের এক বেলা উন্নতমানের খাবার খাওয়ানো হয়েছে। এতে মরহুমের পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙখী ও প্রতিবেশিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান প্রান্তিক ২৪তম বিসিএস (পুলিশ) এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশবাহিনীতে যোগদান করেছিলেন। বিগত ২০০৫ সালের ৭ সেপ্টেম্বর রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মাত্র মেয়ে সন্তান রেখে গেছেন। তাঁর সহধর্মিনী মোছা. মুসারাত জাহান মিলি সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কর্মরত রয়েছেন। মরহুম মাহবুবুর রহমান প্রান্তিক ছিলেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক নম্বর বেলাইচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহাতাব উদ্দিন সরকারের দ্বিতীয় পুত্র। শিক্ষা জীবনে তিনি সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন।