
নীলফামারী সরকারি কলেজের শতাধিক তরুণ শিক্ষার্থীকে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ে ধারণা প্রদান করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।০৯ সেপ্টেম্বর সোমবার সকালে কলেজ হলরুমে আয়োজিত ওরিয়েন্টেশনে আইনটি সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদানসহ বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে কিভাবে আবেদন করতে হয় এবং অভিযোগ করার পদ্ধতি বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে ধারণা প্রদান করা হয়।
দুই ঘন্টা ব্যাপি চলমান ওরিয়েন্টেশন পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ভূইয়া। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দসহ সনাক ও ইয়েস সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ভূইয়া বলেন, দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইনের গুরুত্ব অনেক এবং এ আইনটি সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা জরুরী। সনাক কে ধন্যবাদ জানিয়ে তিনি এ ধরনের কর্মসূচি চলমান রাখার আহ্বান জানান। আইনটি সম্পর্কে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রদানের জন্য তিনি সনাক কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্ক জনগণকে অধিকতর সচেতন করা, আইনটি প্রয়োগে জনগনকে উদ্বুদ্ধ করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহে চাহিদাভিত্তিক তথ্য প্রদানের সংস্কৃতি অধিকতর চালু করার লক্ষ্যে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সনাক স্থানীয় পর্যায়ে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।