
“বহু ভাষায় শিক্ষার প্রসার, পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা” এ প্রতিপাদ্যকে নিয়ে নীলফামারীর সৈয়দপুরে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। আজ ৮(সেপ্টেম্বর) রবিবার দিবসটি উপলক্ষ্যে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর হতে শুরু করে শহীদ স্মরণী পর্যন্ত ঘুরে উপজেলা চত্ত্বরে শেষ হয়। পরে একই স্থানে আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী, উপজেলঅ সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, নুসারাত জাহান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহকারী শিক্ষা অফিসার মরিয়ম নেছা। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।