
নীলফামারীতে ইউনিয়ন-পৌর ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে নীলফামারী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। আলোচনার ভিত্তিতে সর্বসম্মিত ক্রমে ২৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে আজহারুলকে সভাপতি ও আহসান হাবিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আজহারুল ইসলাম রাজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডোমার ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আব্দুল কাদের, চওড়া বড়গাছা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আহসান হাবিব, কিশোরগঞ্জ সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক পরমেরশ্ব রায়, সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক সানোয়ার হোসেন, জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক জাহেনুর ইসলাম, ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক রনজিৎ কুমার রায় প্রমুখ।
নীলফামারী পৌর ডিজিটাল সেন্টারের পরিচালক রানা ইসলামের সঞ্চালনায় সভায় পুর্বের কমিটি বিলুপ্ত করে পঞ্চপুকুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আজহারুল ইসলাম রাজাকে সভাপতি ও চওড়া বড়গাছা ইউনিয়নের আহসান হাবিবকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন ইটাখোলার বলরাম রায় সাংগঠনিক সম্পাদক, নীলফামারী পৌর ডিজিটাল সেন্টারের পরিচালক রানা ইসলাম অর্থ সম্পাদক ও গোড়গ্রামের আব্দুল মজিদ দফতর সম্পাদক।