পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে সড়ক পরিবহন মালিক গ্রুপের নীলফামারী জেলা শাখার তিন বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে।
সভায় সর্বসম্মিতি ক্রমে দোয়েল ক্লাসিক গাড়ীর মালিক আবুল হাসনাত রাসেলকে সভাপতি ও কাজী পরিবহনের মালিক কাজী তারিকুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সাথে তোহা ক্লাসিক পরিবহনের মালিক আবু তাহেরকে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়াও আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
সোমবার (২৬ আগষ্ট) রাতে নীলফামারী জেলা শহরের হাজি মহসিন সড়কস্থ হোটেল থ্রি-স্টারের সম্মেলন কক্ষে ওই কমিটি ঘোষণা করেন, নির্বাচন পরিচালনা বোর্ডের আহবায়ক ও জেলা আইনজীবি সমিতির সভাপতি আইনজীবি আবু সোয়েম।
নবনির্বাচিত সাধারন সম্পাদক তারিকুল ইসলাম বলেন, ২০১৩ সাল থেকে ৬ জুলাই/২৪ পর্যন্ত প্রায় ১১ বছর মালিক সমিতিতে একনায়কতন্ত্র কায়েম করে। সদস্যদের তোপের মুখে পদত্যাগ করতে বাদ্য হন সাবেক সভাপতি শাহাজান আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম। সংবিধান অনুযায়ী দুইবারের বেশী কেউ সভাপতি পদে থাকতে পারেনা। অথচ গাড়ীর মালিক বর্হিভূত কিছু লোকজনদের কমিটিতে পদ পদবী দিয়ে দল ভারী করে জোরপূর্বক ১১ বছর ক্ষমতায় ছিলেন তারা।
এছাড়াও অর্থে লোভে তারা বহিরগত ১০৭ টি গাড়ীর অনুমোদন (রোড পারমিট) দিয়ে আমাদের পরিবহন ব্যবসাকে ধ্বংশ করেছে। ক্ষতিগ্রস্থ করেছে নীলফামারীর পরিবহন মালিককে। ১১ বছরে কমিটির ৭০ লাখ আয়, তার মধ্যে ব্যয় দেখিয়েছে ৭১ লাখ টাকা। করোনাকালিন সময় থেকে পরবর্তী চার বছরে ভূয়া নাস্তার বিল করে ১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। তিনি আরও বলেন, এ সময় গঠনতন্ত্র অনুযায়ী ওয়ান থার্ড সদসের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে আজকে কমিটি ঘোষনা করা হয়।
সরকার পরিবর্তনের পর সব কিছুই পরিবর্তন হচ্ছে। তাই এই স্বৈরাচার সভাপতি ও সাধারন সম্পাদকের পকেট কমিটি বিলুপ্ত করে গঠনতন্ত্র অনুযায়ী ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মো. আরেফ রব্বানী, লাকিয়া আকতার লাকি, মো. সাইফুল ইসলাম, মোছা. শাপলা বেগম, মাজারুল ইসলাম, জান্নাত মহল সাথি ও সোহাগি বেগম প্রমুখ।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…