![](https://www.nilphamaribarta.com.bd/wp-content/uploads/2024/08/Dimla-Bnp-Pic-27.08.24.jpg)
নীলফামারীর ডিমলায় সাবেক সংসদ সদস্য বিএপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধূরী তুহিনের বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএপিসহ সকল অঙ্গ সংগঠন।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বিকালে মিছিলটি উপজেলা শহরের দলীয় কার্যালয় হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম প্রমুখ।
এসময় সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধি আন্দোলনে গত ৫ আগষ্ট হাসিনা সরকারের পতনের পর সকল দল গনতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। কিন্ত বিএপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধূরী তুহিনের বিরুদ্ধে আওয়ামী সরকারের দায়ের কৃত সকল মিথ্যা মামলায় এখনো মুক্তি মিলে নাই। তাই দ্রুত সকল মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানাই। অন্যথায় বড় আন্দোলনের ডাক দেওয়ার হুমকি প্রদান করেন তিনি।