নীলফামারীর সৈয়দপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েই চলেছে। এতে স্বাভাবিক হতে শুরু করেছে এ উপজেলার শিক্ষা কার্যক্রম। গতকাল রবিবার (১৮ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে আগের তুলনায় শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে বলে জানা গেছে। কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারীহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী বলেন, ধীরে ধীরে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে। তবে আমরা সন্দিহান যে, সম্প্রতি স্কুল শাখায় সান্নাষিক (মূল্যায়ন) পরীক্ষা ৪টি বিষয়ে হয়ে গেছে বাকি বষিয়গুলোর কি পদ্ধতিতে হবে তা নিয়ে চিন্তায় আছি। তবে যে বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলো বাদে আমরা অন্য বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদের পাঠদান দিচ্ছি। অপরদিকে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, তাঁর প্রতিষ্ঠানে উপস্থিতি মোটামুটি ভাল, তবে আরও ভালো হবে বলে আশা করছি।
সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামাণিক জানান, শহরে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই ভালো আশা রাখি গ্রামের স্কুল ও কলেজের শিক্ষার্থী দু-এক দিনের মধ্যে স্বাভাবিক হবে বলে আশা করছি। তিনি আরও বলেন, নতুন কারিকুলামে যে ৪টি বিষয়ে পরীক্ষা হয়েছে পরবর্তি নির্দেশনা মোতাবেক বাকি পরীক্ষাগুলো নেয়া হবে।
উল্লেখ থাকে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে গত ১৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। ওই সময় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আন্দোলনের মুখে ৫ আগস্ট সরকারের পতনের পর ৬ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার নির্দেশনা দেয়া হয়।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…