শেখ হাসিনা সরকার পতনের পর গত ৬ দিন সারা দেশের ন্যায় সৈয়দপুরের শহরজুড়ে চলছিলো আশংকতা। নিজেদের জানমাল রক্ষায় প্রতিটা রাত শহরবাসীর কেটেছে প্রায় নির্ঘুম অবস্থায়। এ সময়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নামেন শিক্ষার্থীরা। দীর্ঘ দিন দেখা মেলেনি ট্রাফিক পুলিশের।
সোমবার (১২ আগস্ট) সকাল ১১টায় শহরের পাঁচমাথা মোড়ে ট্রাফিক ব্যবস্থা চালুর মধ্য দিয়ে সব ধরনের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে পুলিশের সদস্যরা। এতে স্বস্তি ফিরেছে উপজেলার সাধারণ মানুষের মাঝে। এদিকে, শহরে পুলিশ নামায় শিক্ষার্থী ও স্থানীয় নেতাসহ সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশ সদস্যদের। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাআলম এতদিনের ট্রাফিকের দায়িক্তে থাকা শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তোমরা নতুন হিসেবে অনেক সুন্দর কাজ করেছ। আর তোমরাসহ এ থানার মানুষ যেকোন সমস্যায় পড়লে নির্বিধায় আমাদের কাছে চলে আসবেন আমরা সেবক হিসেবে কাজ করতে চাই।
সৈয়দপুরে কুয়াশায় পলিথিন দিয়ে বোরো বীজতলা রক্ষার চেষ্টা কৃষকের
নীলফামারী সৈয়দপুরে কয়েক দিন ধওে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর শৈত প্রবাহ চলছে। এতে করে চলতি ইরি-বোরো মৌসুমে বীজতলা রক্ষায় চিন্তিত হয়ে পড়েছেন এ অঞ্চলের চাষীরা। তাই তারা পলেথিন…