কোটা সংস্কার আন্দোলনের ডাকা কর্মসূচি ঘিরে ফের উত্তাল হয়ে উঠেছে উত্তরের গেটওয়ে ক্ষ্যাত নীলপামারীর সৈয়দপুর (আজ ৩ আগস্ট) শনিবার সন্ধ্যা ৭টায় এরই ধারাবাহিকতায় উপজেলার শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষেরাও পিছিয়ে নেই।
আজ সন্ধ্যায় শহরের ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর (শিহীদ স্মরণী মোড়ে) লাল ফিতা পরে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বিক্ষোভ মিছিল বের করেন। ওই মিছিলে শিক্ষার্থী, শিক্ষক ও নানান শ্রেনি পেশার মানুষ অংশ নেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এসে তারা বলেন “আপনারা জানেন আমরা কোন ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য এ আন্দোলন। কী অপরাধ ছিল আমাদের ভাইদের? সাংবিধানিক আধিকার চাওয়াটি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইকে হত্য করা হলো? আমরা এর জবাব জানি না। কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলন থামাব না।
নীলফামারীতে সমবায় দলের কর্মীসভা অনুষ্ঠিত
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকালে জেলা বিএনপির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি। এ সময় জেলা…