![](https://www.nilphamaribarta.com.bd/wp-content/uploads/2024/08/Nilphamari-Joj-Adalot-1.jpg)
নীলফামারীতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার অভিযোগে গ্রেফতার মিনহাজ পায়েল (২০) নামের একজন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছে আদালত। শনিবার (৩ আগস্ট) দুপুরে শুনানি শেষে জামিন দিয়েছেন, সিনিয়র চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সহদেব চন্দ্র রায়।
জেলার সৈয়দপুরে কোট সংস্কার আন্দোলনে সংঘাতের ঘটনায় গ্রেফতার হয়ে জেলহাজতে থাকা পায়েলকে পরীক্ষার্থী বিবেচনায় ৫০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন তিনি। এ ঘটনায় ৩৫জন আসামি গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন।
মিনহাজ উপজেলার নিয়ামতপুর বানিয়া পাড়া গ্রামের ইমদাদুল হকের ছেলে ও সৈয়দপুর বিজনেজ ম্যানেজমেন্ট ইনষ্টিউট থেকে এইচএসসি পরীক্ষার্থী।
আসামি পক্ষের আইনজীবি অর্জন বিশ্বাস জানান, পায়েল এর বিরুদ্ধে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং আসামি কি করেছে তার কোন সঠিক ব্যাখ্যা এজাহারে না থাকায় তার উজ্জল ভবিষ্যতের কথা চিন্তা করে পুলিশের চার্জসিট না আসা পর্যন্ত ৫০০ টাকা বন্ডে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর করেন।
আদালতের পিপি অ্যাডভোকেট অক্ষয় কুমার রায় বলেন, গত মাসের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার পায়েলের ভবিষ্যতের কথা চিন্তা করে ও এইচএসসি পরিক্ষার্থী হওয়ায় তার জামিন মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। পায়েল ছাড়াও এ ধরনের ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী গ্রেফতার থাকলে অবিভাবকদের আদালতে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে।
পুলিশ সুপার মোকবুল হোসেন বলেন, ওই ঘটনায় জেলার সৈয়দপুর উপজেলায় (থানায়) ৩৫জন গ্রেফতার হয়। এরমধ্যে মিনহাজ পায়েল নামের একজন এইচএসসি পরীক্ষার্থী থাকায় আদালত আজকে তার জামিন দিয়েছে।