নীলফামারীতে ক্ষুদ্র ব্যবসায়ী ও রিক্সা চালক বুলুমিয়া (৩৬) একটি ক্লুলেস হত্যার মামলার ৪৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে পুলিশ। নিহত বুলুমিয়া সদরের চড়াইখোলা ইউনিয়নের চড়াইখোলা মুন্সিপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় সোহাগ ইসলাম স্বাধিন (৩০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সোহাগ সদরের ওই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের খায়রুল ইসলাম ওরফে শাহাবুল মেকারের ছেলে।
বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মোকবুল হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান,‘গত ২৭ জুলাই রাতে আসামী সোহাগ ও তার সহযোগীরা সৈয়দপুর থেকে একজন যৌনকর্মী ৮ হাজার টাকায় (রিয়া-২৫ ছদ্ম নাম, খাগড়াছড়ি) ভাড়া করে স্থানীয় মরাপোড়াডাঙ্গা শ্বশ্মানের পশ্চিম পার্শ্ব নিয়ে গিয়ে নিহত বুলুমিয়াসহ সকলেই শারীরিক মেলামেশা করে। এর মধ্যে এক আসামি বুলুকে সেক্সুয়াল জাতীয় ঔষধ সেবন করান। এতে অস্বাভাবিক ও চেতনা হারিয়ে ফেলে বুলু।
অসুস্থ্য বুলু সুস্থ্য হয়ে পরবর্তীতে আসামীদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে বা মামলা করতে পারে এই আশংকায় পরিকল্পিতভাবে তাকে শ্মশানের পার্শ্বে একটি ধানের জমিতে কাঁদার মধ্যে উল্টো করে মুখ থুবড়ে শ্বাসরোধ করে হত্যা করে তারা।’
এসপি মোকবুল হোসেন বলেন, ‘পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাস উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর নিহতের মা ময়না বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৪৪ ঘন্টার মধ্যে এই ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে পুলিশ আসামি স্বাধীনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দীর সাথে ওই কলগার্লের (যৌনকর্মীর) জবানবন্দীর সাথে মিলে যায়। ওই হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও ২০১৭ সালে চড়াইখোলা চৌধুরী পাড়ায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি স্বাধীন।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম প্রমুখ।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…