‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নীলফামারীতে নানা আয়োজনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। এটি ৩০ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত চলবে।
এ উপলক্ষে বুধবার (৩১ জুলাই) সকালে র্যালি, আলোচনা সভা, সফল মৎস্য চাষীকে সম্মাননা প্রদান এবং সদর উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে কর্মসুচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নুর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, দিনাজপুর তিস্তা সেচ খাল মাছ চাষের জন্য বিরাট ভুমিকা পালন করতে পারে। এই খালে মাছ চাষ করা হলে জেলেরা যেমন উপকৃত হবেন তেমনি মাছের স্থানীয় চাহিদা মিটিয়ে বাহিরেও যেতে পারে। নীলফামারী, রংপুর ও দিনাজপুর সদরে ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা ক্যানেলে মাছ চাষের অপার সম্ভবনা রয়েছে। এছাড়াও মাছ ও হাঁসের সম্বন্নিত খামারও করা যেতে পারে।
তিনি বলেন, তিস্তা সেচ খালে মাছ চাষের জন্য স্থানীয়দের যতেষ্ট আগ্রহ রয়েছে। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলে উদ্যোগ গ্রহন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সফল মৎস্য চাষী আফজাল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে সফল তিনজন মৎস্যচাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পরে নীলফামারী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় বক্তব্য রাখেন সংসদ নূর। তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাস ও নাশকতাকারীদের স্থান নেই। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে।
এছাড়াও, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক ও নীলফামারী থানার অফিসার ইনচাজর্ (ওসি) তানভীরুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীর ডিমলায় ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করেন ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আরাফাত…