কোটা সংস্কার আন্দোলন ঘিরে জেলার সৈয়দপুরে ১৮ জুলাই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি সংঘর্ষে দুইটি রাইফেল ও একটি রিভলবার হারিয়ে যায়। রাইফেল দুটি উদ্ধার করা গেলেও রিভলবারটি গত ১০ দিনেও (রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত) পাওয়া যায়নি।
সৈয়দপুর থানা পুলিশ জানায়, সেদিন আন্দোলনকারীরা পুলিশের ওপর বেপরোয়াভাবে হামলা চালায়। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশও রাবার বুলেট ছোড়ে। ওই ঘটনায় হামলাকারীরা পুলিশের তিনটি অস্ত্র ছিনিয়ে নেয়। হামলায় ১২ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা জানান, কোটা সংস্কার আন্দোলনে জড়িত ৭৭ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে তিনজন শিক্ষার্থীর চোখে মারাত্বক জখম হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।
সৈয়দপুর থানার ওসি শাহা আলম বলেন, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে অনেক দুর্বৃত্তরা এতে ঢুকে পড়ে। তারাই মূলত পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়। এরমধ্যে দুটি রাইফেল আমরা উদ্ধার করেছি। একটি রিভলবার এখনও সন্ধান মিলেনি। এই ঘটনায় ১৯ জুলাই পুলিশ সৈয়দপুর থানায় তিনটি মামলা করেছে। মামলায় এ পর্যন্ত ৪৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম মুঠোফোনে জানান, শান্তিপূর্ণ শহর সৈয়দপুরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কোনো নিরীহ মানুষ বিনা কারণে যেন গ্রেপ্তার না হন সেদিকে তারা নজর রাখছেন।
সৈয়দপুর এক কলেজ থেকেই ৪৮ জন মেডিকেলে ভর্তির সুযোগ
নীলফামারীর সৈয়দপুরে এক কলেজ থেকেই এবারে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেন ৪৮ জন শিক্ষার্থী। জেলার আলোচিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ওই ৪৮ জন শিক্ষার্থী। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল…