আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই” প্রতিপাদ্যে সরকারি চাকরিতে বিভিন্ন কোটা পদ্ধতি বাতিলের দাবিতে সারাদেশের মত উত্তরের শিক্ষানগরী নীলফামারীর সৈয়দপুরেও আন্দোলন করছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রদের ধারাবাহিক কর্মসূচীতে উত্তাল হয়ে উঠেছে সৈয়দপুরের রাজপথ। প্রায় প্রতিদিনই কর্মসূচী পালন করছে তারা।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৬ জুলাই) তারা বিক্ষোভ মিছিল করেছে। ৌবেলা ৩ টায় সৈয়দপুর সরকারী বিজ্ঞান কলেজ সংলগ্ন শহীদ স্মৃতি চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে স্মৃতি অম্লান চত্বরে এসে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এ সময় জামে মসজিদ থেকে জিআরপি পুলিশ সুপার কার্যালয় পর্যন্ত রাস্তা অবরোধ করে ২ ঘন্টা ধরে অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।
পরিস্থিতি সামাল দিতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাসেল পারভেজ আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে সড়ক থেকে অবরোধ তুলে নেয়ার আহ্বান জানান। কিন্তু আন্দোলনকারীরা তাকে ধন্যবাদ জানিয়ে ভুয়া ভুয়া শ্লোগানে অনুরোধ প্রত্যাখ্যান করে।
প্রেসক্লাবের গেটে মুক্তমঞ্চে শিক্ষার্থীরা বক্তব্য রাখে। এর মধ্যে উল্লেখযোগ্যরা হলো রাফায়েতুজ্জাহান, আদিব, মনিন সরকার রাপী, তাওহিদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রহমান, কাওমিন, তৌহিদ আল রাজী, রাশেদুজ্জামান, রিফাত সান, রাজু ইসলাম, সিয়াম। বক্তারা সরকারি সকল চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবী জানায়। সেই সাথে অচিরেই সকল শুন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আহ্বান জানান শিক্ষার্থীরা। কোটা বাতিল না হলে দেশ মেধাশুন্য হয়ে পড়বে বলে মন্তব্য করেন তারা।
কোটা বাতিলের দাবি দেশব্যাপী চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এতে এখন পর্যন্ত যে সকল ব্যক্তি নিহত ও আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা। বিশেষ করে সাম্প্রতিক আন্দোলনে নিহত আনোয়ার হোসেনের মৃত্যুর বিচার দাবি করে এবং ছাত্রলীগ ও পুলিশের হামলার উচিত জবাব দেয়ার হুশিয়ারী উচ্চারন করে।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…