নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা শিক্ষা অফিস জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার (১১ জুলাই) ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষ এবং বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) রাশিদা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, সৈয়দপুর উপজেলার খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের আলোচনা পর্বের শেষে নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর চারটি গ্রুপের ১৭টি প্রতিযোগিতায় নির্বাচিতদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) পঙ্কজ ঘোষ নির্বাচিত শিক্ষার্থী,শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে ওই ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
প্রসঙ্গত, নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এর চারটি গ্রুপের ১৭টি প্রতিযোগিতার মধ্যে স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজ। আর স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলার খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম। এছাড়াও শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রওশন আরা চৌধুরী।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…