আরইবি ও পিবিএস একিভুূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।গতকাল সোমবার(১ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে অবস্থান করে দিনব্যাপী ওই কর্মসূচি পালিত হয়। তবে বিদ্যুৎ সরবরাহ ও জরুরী গ্রাহক সেবা চালু রাখা হয় এসময়।
আন্দোলনকারীরা জানান, সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী শোষণ এবং বঞ্চনার শিকার হয়ে আসছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে। পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড একিভুত না হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। সরকারি সকল সুযোগ সুবিধা পল্লী বিদ্যুতায়ন বোর্ড ভোগ করলেও এসব সুবিধা থেকে বঞ্চিত পল্লী বিদ্যুৎ সমিতি। এছাড়া মানহীন বৈদ্যতিক মালামাল ক্রয় করে আরইবি তা চাপিয়ে দেয় পল্লী বিদ্যুৎ সমিতিকে। এতে করে গ্রাহক ভোগান্তি বাড়ছে। এসব সমস্যা নিরসনে প্রয়োজন একিভুতকরণ। এসময় অভিন্ন চাকুরী বিধি বাস্তবায়নসহ অনিয়মিত কর্মকর্তা কর্মচারীদের চাকুরী স্থায়ী করার দাবি জানানো হয়।
কর্মবিরতি চলাকালে বক্তৃতা দেন নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) বিপ্লব কুমার বর্মন, ডোমার পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মোকলেছুর রহমান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক মোর্শেদুল ইসলাম প্রমুখ।
সকালে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। এপর জেলা কার্যালয়ের সামনে অবস্থান নেন। কর্মসূচিতে পল্লী বিদ্যুৎ সমিতির ডোমার, ডিমলা, কিশোরীগঞ্জ ও জলঢাকা কার্যালয়ে কর্মরতরা অংশ নেন।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…