নীলফামারীতে ক্বারী মো. আবুল হোসেন (৬০) নামের এক মসজিদের ইমামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত আবুল হোসেন সদর উপজেলার সহদেব বড়গছা ইউনিয়নের মুলাটারি গ্রামের মৃত্যু সমেজ উদ্দিনের ছেলে ও জ্ঞানদাস কানাইকাটা জামে মসজিদের (ঈমাম) খতিব।
সোমবার (১ জুলাই) ভোরে উপজেলার ডোমার-নীলফামারী সড়কের পলাশবাড়ী ইউনিয়নের তরণীবাড়ী গ্রামের পল্লী বিদ্যুৎ সাফ স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। এঘটনায় আজ বিকালে আহতের ছেলে গোলাম রব্বানী (৩৬) বাদী হয়ে থানায় ৩৪১, ৩২৬ ও ৩০৭ ধারায় একটি মামলা দায়ের করেন।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সনাক্তসহ আসামিকে গ্রেফতার করার জন্য পুলিশ, ডিবি ও র্যাব ঘটনাস্থলে কাজ করছে।’
মামলা সুত্রে জানা যায়,’ আবুল হোসেন প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পড়ানোর জন্য ভোরে নিজ বাড়ী থেকে মসজিদের উদ্দেশ্যে রওনা হন। ওই সময় ওঁৎ পেতে থাকা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুর্বৃত্তরা কাঁধে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। এসময় পথচারিরা তাকে দ্রুত উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠিয়ে দেন। চিকিৎসক বলছেন তার অবস্থা ভাল নয়। বর্তমানে সেখানে তিনি মরণাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।’
আহতের ছেলে ও মামলার বাদী গোলাম রব্বানী জানান, ‘আমার বাবা ফজরের নামাজ পড়ানোর (ঈমাম) উদ্যেশ্যে প্রতিদিনের মতো ভোরে বাড়ী থেকে বেড়িয়ে যায়। আজকে কে বা কাহারা আমার বাবাকে হত্যার করার জন্য এলোপাতারিভাবে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় পথচারিরা গোঙ্গানী শুনে রক্তাত্ব অবস্থায় বাবাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে রংপুর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়। আমার বাবার হত্যার চেষ্টাকারির গ্রেফতারসহ বিচারের দাবি জানাই।’
এব্যাপারে, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ ওসি তানভীরুল ইসলাম বলেন, ‘সকালবেলা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ধরতে পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব এখনও মাঠে কাজ করছে। তিনি বলেন, আসামিদের দ্রুত গ্রেফতার করতে পারবো ইনশাআল্লাহ।’ এদিকে, ‘এই ঘটনায় বিকালে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে ওই এলাকার হরতকীতলা নামক বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা।’
তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানান কর্মসূচি পালিত হচ্ছে
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-২৫ এর সহযোগিতা ও সমন্বয়ে মাসব্যাপী ইয়ুথ ফেস্টিভাল(তারুণ্যের উৎসব) বাস্তবায়নের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তরই ধারাবাহিকতায় এই ফেস্টিভালের বিভিন্ন…