নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের’ আওতায় তিন দিনব্যাপী কৃষিমেলা শুরু হয়েছে। মঙ্গলবার (২৫শে জুন) দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। মেলা উদ্বোধন শেষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হক।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, কৃষকদের যত বেশি সমৃদ্ধ করা যাবে, দেশ তত বেশি উন্নত হবে। কৃষকদের বাদ দিয়ে উন্নত বাংলাদেশ গড়া অসম্ভব। কৃষির উৎপাদন বৃদ্ধি ও কৃষির আধুনিকীকরণে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী দেশের আবাদযোগ্য এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। কৃষির উন্নয়নে তিনি কৃষকসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ, নীলফামারী থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এই মেলায় ২৩টি স্টল স্থান পেয়েছে।