‘‘বঙ্গবন্ধু সোনার দেশ স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ’’ প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার উপজেলায় পাট চাষী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৫জুন)সকালে উপজেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রে ডোমার উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয় প্রশিক্ষণের আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্যক প্রকল্পের আওতায় দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি।
এসময় পাট অধিদপ্তরের রংপুর অঞ্চলের সহকারী পরিচালক কৃষিবীদ মো. সোলেয়মান আলী,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. রফিকুল ইসলাম,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমান,পাট পরিদর্শক মো. মহিবুর রহমান লোহানী,উপ সহকারী পাট কর্মকর্তা রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।
উক্ত প্রশিক্ষণে ৭৫জন পাট চাষী অংশ গ্রহন করেন।প্রশিক্ষণে দুইজন সেরা পাটচাষীকে সম্মননা ক্রেস দেওয়া হয়েছে।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…