দিনাজপুরের চিরিরবন্দরের প্রথম শহীদ বীর মুক্তিযোদ্ধা মাহাতাব বেগের ছেলে বীরমুক্তিযোদ্ধা ও আলোকডিহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ বেগ মৃত্যুবরণ করায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আজ ২৩ জুন রবিবার সকাল ৬টায় তিনি গছাহার গ্রামের বেগপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। মরহুম আব্দুর রশিদ বেগ একজন সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। ওইদিন
বিকাল সাড়ে ৫টায় মরহুমকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান। এরপর শহীদ মাহাতাব বেগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা নামাজ শেষে মরহুমকে গছাহার গ্রামের বেগপাড়াস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা, বাংলাদেশ ওয়াকার্সপাটির কেন্দ্রিয় কমিটির কমরেড মোশাররফ হোসেন নান্নু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, খানসামার গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন লিটন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।