![](https://www.nilphamaribarta.com.bd/wp-content/uploads/2023/05/image-361287-1685188983.png)
নীলফামারীর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার দুপুরে সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় তিনি বলেন, ‘ডায়াবেটিক নিয়ে এখনো আমাদের অজ্ঞতা আছে, এ নিয়ে আমাদের সচেতনতা বাড়াতে হবে। এর পাশাপাশি আমরা থেলাসেমিয়া সচেতনতা নিয়ে কাজ করছি।
থেলাসেমিয়া নিয়ে কাজ করার জন্য আমরা অর্থ সংগ্রহ করার কাজ শুরু করবো।’ তিনি বলেন, ‘নীলফামারীতে এতো কিছু কাজ হচ্ছে কারো একক প্রচেষ্ঠায় নয়, এটা সকলের অংশগ্রহনে হচ্ছে। তাই সবাই মিলে যেন আমরা নীলফামারীর দরিদ্র জনগোষ্ঠির পাশে দাড়াই।’
সমিতির সহসভাপতি আনোয়ারুল ওয়ারেজের সভপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান(পিপিএম), নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম শাহ, সিভিল সার্জন হাসিবুর রহমান, মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার মানিক প্রমুখ।
সভায় স্বাগত বক্তৃতা এবং বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী শাহীন। বার্ষিক বাজেট পেশ করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নূরল জাকী স্টালিন। পরে সেখানে অনুষ্ঠিত সায়েণ্টিফিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডায়াবেটিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক লায়েক আহমেদ খাঁন।
সেমিনারে জানানো হয়, আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের মতে ২০১৯ সালে ডায়াবেটিক রোগির শীর্ষ ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দশম। একই বছরের জরিপে বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা এক কোটি ৩০ লাখ। এর বাহিরেও অনেক রোগী আছেন, তারা পরীক্ষার আওতায় নেই। দ্বিতীয় অধিবেশনে শোক প্রস্তাব পাঠ করেন সমিতির সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।