নীলফামারীর সৈয়দপুরে সিআইডি’র পুলিশ পরিদর্শকের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে সৈয়দপুর মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল। রোববার (৯জুন) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়। ওই পুলিশ পরিদর্শকের নাম মো. রেজাউল করিম (বিপি নং-৮৩১১১৩৭০১১)।
আয়োজকরা জানান, গত ২০২১ সালে রংপুরের সাইবার ক্রাইম আদালতে দায়েরকৃত একটি মামলায় মরহুম নঈম খান ওরফে নঈম গুন্ডাকে যুদ্ধাপরাধী হিসাবে উল্লেখ করা হয়। মামলাটি তদন্ত করার জন্য আদালত সৈয়দপুর থানাকে নির্দেশ দেন। সেই নির্দেশনা মোতাবেক সৈয়দপুর সদর ফাঁড়ির দায়িত্বে থাকা পুলিশ ইন্সপেক্টর আব্দুর রহিম নঈম খান ওরফে নঈম গুন্ডাকে তা তদন্ত প্রতিবেদনে যুদ্ধাপরাধী ও রাজাকার বলে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে ওই তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করা হয়।
এরই প্রেক্ষিতে মামলাটি পুনঃ তদন্ত করতে নীলফামারীর সিআইডির পরিদর্শক রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়। তিনি তার তদন্ত প্রতিবেদনে যুদ্ধাপরাধী নঈম খান ওরফে নঈম গুন্ডাকে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে উল্লেখ করে আদালতে তার প্রতিবেদন দাখিল করেন। এরই প্রতিবাদে ওই সিআইডির এই পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে এ অবস্থান কর্মসূচী পালন করেন তারা। বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম ফজলুল হকের সঞ্চালনায় এ কর্মসূচীতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর্জা সালাহউদ্দিন বেগ, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোজাম্মেল হক, বীর প্রতীক মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলো, বীর মুক্তিযোদ্ধা মোনায়মুল হক, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সৈয়দপুর শাখার আহবায়ক অ্যাডভোকেট সুজাউদ্দৌল্লাহ সুজা প্রমুখ।
পরে তারা তাদের দাবি একটি স্মারকলিপি সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন।