“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যে নীলফামারীর ডোমার উপজেলায় ৮জুন থেকে ১৪জুন পর্যন্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।
আজ শনিবার(৮জুন) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস নিজস্ব চত্বরে ভূমিসেবা সপ্তাহের আয়োজন করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা সপ্তাহ আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীলিপ কুমার মুখোপাধ্যায়,মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা নুরননবী প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য দেন।
এছাড়াও গণ মাধ্যমকর্মী,ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা,সেবা গ্রহীতা, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবি মানুষ ভূমিসেবা সপ্তাহে অংশ গ্রহন করেন।
এসিল্যান্ড জান্নাতুল ফেরদৌস হ্যাপি তার স্বাগত বক্তব্যে বলেন,স্মার্ট ভূমিসেবা ঘরে বসেই পাওয়া যায়।এতে দূর্নীতি হওয়ার কোন সুযোগ থাকে না।
৫ আগষ্টের আগে লাগতো এক টাকা এখন লাগে ১০ টাকা
‘থানায় টাকা ছাড়া কাজ হয় না। ৫ আগষ্টের আগে কাজ করতে লাগতো এক টাকা নতুন স্বাধীনতার পর এখন তা বেড়ে লাগে ১০ টাকা টাকা।’ এমন অভিযোগ করেছেন ডোমারের সিনিয়র সাংবাদিক…