প্রতিনিধি উপজেলা পর্যায়ে সমাজ সেবা অধিদপ্তরের বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনতে নীলফামারীর সৈয়দপুরে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন নীলফামারী জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) মো. আবু বক্কর সিদ্দিক।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নীলফামারী সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা ও সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম প্রমুখ।
এতে রিসোর্স পার্সনরা বিভিন্ন বিষয়রে ওপর সেশন পরিচালনা করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে গ্রাম কমিটির সভাপতি ও দলনেতা, গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও ইমাম, সমাজকর্মীসহ ২৫ জন অংশ নেন।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…