নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের উপ নির্বাচনে পরাজিত প্রার্থী নাজিম উদ্দিন আলম সবুজ ও তাঁর সাঙ্গপাঙ্গদের নিয়ে কিশোরগঞ্জ হাসপাতালে গিয়ে আর এক পরাজিত প্রাথীর আহত মাকে তুলে নিয়ে খুন গুমকরাসহ নানা হুমকি ধামকির অভিযোগ পাওয়া গেছে।
ফলে পরিবারের সদস্যদের নিয়ে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে বিধবা খাদিজা বেগম (৫১)। খাদিজা বেগমের স্বামী মৃত আইয়ুব আলী ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। ঘটঁনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ হাসপাতালে। খাদিজা বেগম জানায়, গত ২৫ মে বৃহস্পতিবার কিশোরগঞ্জ উপজেলার ৫নং চাঁদখানা ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্টিত হয়। এতে ৬ জন প্রার্থী প্রতিদ্বদ্ধিতা করেন। এর মধ্যে নাজিম উদ্দিন আলম দুই পাতা প্রতীক ও খায়রুল ইসলাম আনারস প্রতীকে প্রতিদ্বদ্ধিতা করে পরাজিত হন। শুক্রবার দুপুরে আমি আমার প্রতিবেশি ও দুই পাতা প্রতিকের সমর্থক তহির উদ্দিনের ছেলে আহসান হাবিব বুলেটের বাড়ির কাছে গেলে আমাকে উদ্দেশ্য করে বিদ্যুপ পুর্বক কথা বলে বুলেট। এতে আমি প্রতিবাদ করলে তাঁরা আমাকে বেধরক মারপিট করে। এসময় আমি গুরুত্বর আহত হই। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নাজিম উদ্দিন আলমসহ ২০/২৫ জনের একটি দল হাসপাতালে এসে আমাকে তুলে নিয়ে গুম খুনসহ আমার ছেলেকে নানা হুমকি ধামকি দিয়ে যায়। এ অবস্থায় আমার পরিবারের সদস্যদের নিয়ে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পরেছি।
কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু শফি মাহমুদের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন কোন রোগীকে কেউ হুমকি দিয়ে থাকলে ভিডিও ফুটেজ দেখে ও দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে নাজিম উদ্দিন আলম সবুজের সাথে কথা বললে তিনি হুমকি দেওয়ার কথা অস্বিকার করে করে বলেন, আমি হাসপাতালে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে উত্তেজন শুরু হলে আমি সবাইকে শান্ত থাকার জন্য বলেছি ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়ের কাছে পরাজিত প্রার্থী খায়রুল আলমের মাকে তুলে নিয়ে গুম করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে খাদিজা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
১৩ লাখ টাকা ঘুষ নিয়ে ল্যাব সহকারী পদে নিয়োগ, ভাগাভাগির তালিকা প্রকাশ্যে আসায় তোলপাড়
গর্ভনিং-বডির সভাপতিকে ম্যানেজ করে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল খালেকের বিরুদ্ধে প্রায় ১৩ লক্ষ টাকা ঘুষ নিয়ে নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে।…