নীলফামারীর ডোমার উপজেলায় সেবা ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স’র উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে যাত্রা শুরু করা হয়েছে আজ শনিবার(১জুন)উপজেলা শহরের বনোওয়ারী মোড়ে প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হয়।
সেবা ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স’র চেয়ারম্যান ডা. আইনুল হকের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. রায়হান বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় গাইনি বিশেষজ্ঞ ডা. ফারজানা আফরিন, কলেজের অধ্যক্ষ আযমগীর হোসেন, নীলফামারী জেলা পাবলিক হেল্থ নার্স সুমাইয়া খানম, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স শিল্পী আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটিতে ২০২৩-২৪ শিক্ষা বর্ষে ৩০জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…