‘তামাক কোম্পানীর কুটকৌশল প্রতিহত করি, শিশু সুরক্ষা নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় নীলফামারীতে বিশ^ তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার (৩১ মে) সকালে জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে (চত্তর) বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলণ কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাইদুল ইসলাম সভায় বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে কোন প্রকার সিগারেটের দোকান রাখা যাবে না। এতে করে কিছুটা হলেও শিক্ষার্থীরা নেশাগ্রস্থ হবেনা। তিনি বলেন, ‘সকল পাপের মা হলো মিথ্যা, আর সকল নেশার মা হলো ধুমপান।’ এখান থেকে বেরিয়ে আসতে বাবা মা ও শিক্ষকদের ভূমিক খুবেই গুরুত্বপূর্ণ।’
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রশিদা আকতার, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি এবি এম মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক নুর আলম, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মিজানুর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক আহসান রহিম মঞ্জিল প্রমুখ।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের দফতর প্রধান, এনজিও প্রতিনিধি, পুরোহিত ও শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশ গ্রহন করেন।
আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
নীলফামারীর ডিমলায় ডিমলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার রাতে আরাফাত রহমান কোকো স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করেন ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও আরাফাত…