নীলফামারীর কিশোরগঞ্জে মাদ্রাসা থেকে বাড়িতে যাওয়ায় হোসাইন বাবু (১১) নামে এক ছাত্রকে কঞ্চি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ওই শিক্ষার্থীর মা বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে দুইজন শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন। উত্তর চাঁদখানা বালাপাড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গত ১৫মে গভীর রাতে ঘটনাটি ঘটেছে। অভিযোগে জানা যায়, নির্য়াতনের শিকার ওই ছাত্র কাউকে না বলে মাদ্রাসার অদূরে তার বাড়িতে যায়। পরে অভিযুক্ত শিক্ষকদ্বয় তাকে বাড়ি থেকে মাদ্রাসায় নিয়ে আসেন। রাতের খাবার শেষে অন্যান্য শিক্ষার্থীরা ঘুমায়। এসময় তাকে আলাদা কক্ষে নিয়ে মুখে টেপ লাগিয়ে বাঁশের কঞ্চি দিয়ে পিটিয়ে আহত করেন। পরদিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে অভিযুক্ত মাওঃ হামিদুল ওরফে বড়হুজুর বলেন, আমি এ ঘটনার সঙ্গে জড়িত না। রাতে আবার ওই ছাত্র বাড়ি যাচ্ছিল। এজন্য হাফেজ সাহেব তাকে মারপিট করেছেন। মুখে টেপ লাগানো সঠিক নয়। অভিযুক্ত তরিকুল হাফেজের বক্তব্য জানা যায়নি। ওসি পলাশ চন্দ্র মন্ডল অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…