নীলফামারীর সৈয়দপুরে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মো: মারুফ হোসেন লাল (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা করেছে পুলিশ।
গতকাল বুধবার(২৩ মে) বিকেলে শহরের বিমানবন্দর সড়কের সরকারি বিজ্ঞান কলেজ চত্বরের একটি পাকুড় গাছের ডালে গলায় রশি প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে কর হয়েছে।
নিহত মারুফ শহরের হাতিখানা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
নিহতের বড় ভাই ফারুক হোসেন জানান, ফারুফ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন সরকারি বিজ্ঞান কলেজের ভিতরে গাছের ডালে একটি ছেলের মরদেহ ঝুলছে। সেখানে গিয়ে দেখেন মরদেহটি তার ভাই মারুফের। তার ভাইকে কে বা কারা পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি (তদন্ত) রাসেল পারভেজ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।