ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে নীলফামারীর তিনটি উপজেলার মধ্যে একটিতে দোয়াত-কলম এবং অপর দু’টি ঘোড়া প্রতীকের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এরা তিন জনই নতুন মুখ এবং প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হলেন।
মঙ্গলবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার জলঢাকা,কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে রাত পনে ১২টার দিকে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষনা করেন ওই তিন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।
জলঢাকা উপজেলায় উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনছার আলী মিন্টু। উপজেলা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি ঘোড়া প্রতীক নিয়ে ৩৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে প্রথম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা জাসদের সভাপতি গোলাম আজম এলিচ মোটর সাকেইল প্রতীকে ৩১ হাজার ৪৬ ভোট এবং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল ওয়াহেদ বাহাদুর চিংড়ি মাছ প্রতীকে ২১ হাজার ৮৩৬ ভোট।
কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মো. রশিদুল ইসলাম। তিনি ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হলেন। রশিদুল কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার নিকট তমপ্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ আবুল কালাম বারী পাইলট আনরাস প্রতীকে ২৮ হাজার ২০১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রিয়াদ আরফান সরকার রানা। তিনিও বেসরকারি ফলাফলে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দোয়াত-কলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়েছেন। রিয়াদ আরফান সরকার রানা সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। নির্বাচনে অংশ গ্রহণ করায় সম্প্রতি দল থেকে বহিস্কৃত হয়েছেন। এছাড়াও তিনি নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র ও সৈয়দপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আমজাদ হোসেন সরকারের ছেলে।
এখানে রানা নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজম হোসেন আনারস প্রতীকে ১৮হাজার ১৭২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
ফলাফল ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম বলেন, ‘তিন উপজেলায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিন উপজেলার মধ্যে কিশোরগঞ্জে ৪৫ দশমিক ৯৬ শতাংশ, জলঢাকা উপজেলায় ৩৫ দশমিক ৬০৫ শতাংশ এবং সৈয়দপুর উপজেলায় ৩১ দশমিক ৭৮ শতাংশ ভোট পড়েছে।’
সৈয়দপুরে কুয়াশায় পলিথিন দিয়ে বোরো বীজতলা রক্ষার চেষ্টা কৃষকের
নীলফামারী সৈয়দপুরে কয়েক দিন ধওে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা আর শৈত প্রবাহ চলছে। এতে করে চলতি ইরি-বোরো মৌসুমে বীজতলা রক্ষায় চিন্তিত হয়ে পড়েছেন এ অঞ্চলের চাষীরা। তাই তারা পলেথিন…