বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আজ বুধবার (২২শে মে) রংপুর বিভাগে আসছেন। সফরসূচি অনুযায়ী, ২২শে মে দুপুর সাড়ে ১২ টায় মন্ত্রী দিনাজপুর সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবেন। এরপর বিকাল সাড়ে ৩ টায় তিনি দিনাজপুর জেলাপ্রশাসকের কার্যালয়ে পাট চাষি, মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৩শে মে) সকাল সাড়ে ১০ টায় মন্ত্রী রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পাট চাষি, মিল মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। দুপুর ১২ টায় তিনি রংপুর টাউন হল মাঠে বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন করবেন। এরপর দুপুর সাড়ে ১২ টায় মন্ত্রী রংপুরের গংগাচড়া বেনারসী পল্লী পরিদর্শন করবেন। ওই দিন বিকাল ৪ টায় তিনি রংপুরের কারুপণ্য পরিদর্শন করবেন।
২৩শে মে সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।