শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে দিনাজপুরে মেন্টরদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ই মে) দিনাজপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক শাকিল আহমেদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক শাকিল আহমেদ বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিতে আক্রান্তরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত না হয়, সে বিষয়ে অভিভাবক ও শিক্ষকগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের মেন্টরদের প্রতি আহ্বান জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরীফ, অতিরিক্ত জেলাম্যাজিস্ট্রেট জানে আলম, অতিরিক্ত জেলাপ্রশাসক নূর-এ-আলম প্রমুখ। কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ জন মেন্টর অংশ নেন।