আগামী ঈদুল আযহার তৃতীয় দিনে নীলফামারীর ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার(২৯এপ্রিল) সকালে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শতবর্ষ উদযাপন কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। প্রধান শিক্ষক রবিউল আলম লিখিত বক্তব্য উপস্থাপন করেন। এসময় ম্যানেজিং কমিটির সভাপতি আখতারুজ্জামান সুমন,উদযাপন কমিটির আহবায়ক ও সহকারি প্রধান শিক্ষক রুহুল আমিন,ম্যানেজিং কমিটির সদস্য মামুনূর রশীদ বসুনীয়া সজীব,উজ্জ্বল কাঞ্জিলাল,বেলাল হোসেন,সহকারি শিক্ষক মেহেরুল হোসেনসহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে প্রধান শিক্ষক রবিউল আলম বলেন,ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়টি ১৯১৯সালে স্থাপিত হয়। আগামী ঈদুল আযহার তৃতীয় দিনে শতবর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষে তিন ক্যাটাগরিতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের রেজিস্ট্রেশন চলছে। ১৯১৯থেকে ২০১৫সালের ছাত্রদের রেজিস্ট্রেশন ফি এক হাজার টাকা,২০১৬থেকে ২০১৮সালের ছাত্রদের জন্যে সাতশত টাকা ও ২০১৯সাল থেকে বর্তমান ছাত্রদের জন্যে পাঁচশত টাকা ফি নিধারন করা হয়েছে।
শতবর্ষ উদযাপনের দিন রেজিস্ট্রেশনকৃত প্রাক্তন ও বর্তমান ছাত্রদের বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ,পরে র্যালি, মধ্যন্ন ভোজ,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…