‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্য নিয়ে রংপুরে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০২৪’ উদ্যাপিত হয়েছে। রবিবার (২৮শে এপ্রিল) রংপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ফজলে খোদা মোঃ নাজির।
সভাপতির বক্তৃতায় সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, আইনের শাসন না থাকলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কল্যাণ রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। দেশের অসহায় ও দরিদ্র মানুষের আইনি সহায়তাপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার ২০০০ সালে লিগ্যাল এইড প্রতিষ্ঠা করে। লিগ্যাল এইড থেকে যেকোনো ব্যক্তি সরকারি আইনগত তথ্যসেবা, আইনগত পরামর্শ ও বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তিসেবা গ্রহণ করতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সিভিল সার্জন আব্দুল ওয়াজেদ, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার মিনহাজুর রহমান, রংপুর আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানে লিগ্যাল এইডের উপকারভোগী কবিতা রানী বলেন, যৌতুকের জন্য আমার স্বামী খুবই নির্যাতন করতেন। আমি লিগ্যাল এইডের সহায়তা নিয়ে উপকৃত হয়েছি। আরেক উপকারভোগী সাইফুল ইসলাম বলেন, একটা মিথ্যা মামলায় আমি তেরো মাস হয়রানির শিকার হয়েছিলাম, পরে লিগ্যাল এইডের সহায়তায় দ্রুত মামলাটি নিষ্পত্তি হয়েছে।
আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভার পূর্বে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে রংপুর জজকোর্ট মাঠ থেকে একটি র্যালি বের হয় এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।