ডেমক্রেসিওয়াচের উদ্যোগে স্থানীয় নীতি নির্ধারনে নারী ঃ ওয়াল প্রকল্পের ওয়ালমডিউলের সেলফ, আমার পরিবার, গণতান্ত্রিক পরিবার একত্রে সিদ্ধান্ত গ্রহণ, রান্নাঘর থেকে একদিনের ছুটি প্রশ্ন লিঙ্গ-ভিত্তিক শ্রমবিভাগ, একসাথে সমাবস্থায় থাকা পরিবারের মধ্যে নারীদের জন্য সমান মর্যাদা নিশ্চিত করা, প্রতিষ্ঠাণে স্থানীয় কার্যাবলী জানা স্থানীয় সংস্থার কার্যাবলী এবং কার্যকারিতা সর্ম্পকে সম্যক ধারণা লাভ, নারীদের সমর্থন আদায় করা নারীদের চাহিদা পূরণের জন্য নারীদের জনসভার আয়োজন করা, একটি সাজেশন বক্সের ব্যবহার, “নির্বাচনী এলাকা নিয়ে পাবলিক ইশতেহার একটি জন-কেন্দ্রিক ইশতেহার তৈরি করা, পাবলিক শপথ অনুষ্ঠান জনসেবক হিসাবে নির্বাচিতদের প্রতিনিধির ভূমিকার উপর গুরুত্ব দেয়া, নারীদের সমর্থন আদায় করা নারীদের চাহিদা পূরণের জন্য নারীদের জন সভার আয়োজন করা, বিরোধী পক্ষকে সম্মান প্রর্দশন আপনার বিরোধী পক্ষের সাথে সুস্থ সম্পর্ক বজায় রাখা এবং দক্ষতা বিষয়ে ইউপি নারী প্রতিনিধিদের যথাক্রমে ২৪, ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৪ স্থানীয় ইউনিয়ন পরিষদের মিটিং রুম এবং ডেমক্রেসিওয়াচের হলরুমে প্রশিক্ষণ অনুষ্টিতহয়।
এরই ধারবাহিকতায় ডেমক্রেসিওয়াচের আয়োজনে ২৭ এপ্রিল শনিবার ওয়াল প্রকল্পের আওতায় ইউপি নারী প্রতিনিধিদেরকে নিয়ে স্থানীয় নীতি নির্ধারনে নারী বিষয়ে প্রশিক্ষণ পর্যালোচনা ও কর্মশালা আয়োজন করে সেখানে সেলফ, পরিবার, নির্বাচন এবং প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করা হয়। নীলফামারী সদর উপজেলা এবং পৌরসভার ৫০-৫৫ জন নারী প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে স্থানীয় নীতি নির্ধারনে ঃ নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে কনভেশনের আয়োজন করা হয়। এখানে নারী প্রতিনিধিরা বলেন, এই ওয়ালমডিউল থেকে আমরা যে সব শিক্ষা অর্জন করেছি, সেটা প্রতিষ্ঠানে, পারিবারিক এবং নির্বাচন এলাকায় কাজ লাগাতে হবে। সেই সাথে নারীদের অধিকার ও ক্ষমতায়িত করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না হই তাহলে আমরা নিজেদের কাজকর্মে সাফল্য আনতে পারবোনা, পাশাপাশি সমাজেরও উন্নতি করতে পারবোনা। আমাদের শিক্ষা যত শক্তিশালী হবে, আমাদের দৃষ্টি ভঙ্গি ততটা দৃঢ় হবে। বক্তারা আরো বলেন এই ওয়ালমডিউল দেশের নীলফামারীসহ অন্যান্য ইউপিতে বাস্তবায়ন করলে, নারীদের দক্ষতাবৃদ্ধি পাবে সেই সাথে আরো বেশী সচেতন হবে। দিন্যবাপী প্রশিক্ষণ পর্যালোচনা এবং কননভেশনে উপস্থিত ছিলেন ডেমক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ,কমনওয়েল্থ স্থানীয় সরকার ফোরামের প্রোগ্রাম ম্যানেজার আনুয়া কুয়ার, সংস্থার কর্মসূচি পরিচালক ফিরোজ নূরুন-নবী যুগল, কামাল হোসেন শাহ্, রেফায়েত আরা, জুলিয়া আক্তার, নাদিরা আক্তারসহ নারী নেত্রীরা।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…