নীলফামারীতে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার(২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তদপ্তর।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে বক্তৃতা দেন সিভিল সার্জন হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কান্তি বর্মন, বীর মুক্তিযোদ্ধা কান্তি ভুষন কুন্ডু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
নতিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়
নীলফামারী সদরের নতিবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায় ও নব গঠিত এভহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩) জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রতিষ্ঠাত প্রধান শিক্ষক মোতাহার…