বেসরকারী উন্নয়ন সংগঠন রূপান্তরের আয়োজনে আই আর আই এবং ইউএসএইড-এর সহযোগিতায় নীলফামারী জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রশিক্ষণ ২৩ এপ্রিল মঙ্গলবার নীলফামারীর স্কাইভিউ চাইনিজ রেষ্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস ও শুভেচ্ছা জ্ঞাপন করেন আই আর আই-এর প্রোগ্রাম ম্যানেজার রুকসানা হক। প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারন সম্পাদ রুমানা জামান ও শিক্ষাবিদ অবসর প্রাপ্ত অধ্যাপক শাহ্ আলম। প্রশিক্ষণের সমাপনি পর্বে প্রশিক্ষণ মূল্যায়ন করে বক্তব্য প্রদান করেন নাজিলা আক্তার লিজা, ফরিদা খানম, প্রিন্স চাকলাদার, আবু সাদেক চৌধুরী ও মোঃ আমজাদ হোসেন।প্রশিক্ষণে নেতৃত্ব, নেতৃত্ব বিকাশের কৌশল, প্রচার ও তথ্যের আদান-প্রদান, গণমাধ্যমের সাথে যোগাযোগ, দ্বন্দ ও দ্বন্দ নিরসনের কৌশল, মধ্যস্থতার ভূমিকা সহ নানা বিধ বিষয়ে আলোচনা করা হয়।
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চতুর্থ খেলা অনুষ্ঠিত
দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা…