ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা জলঢাকায় অনুমতি ছাড়াই সরকারি পুকুরের বাঁধ খনন, ভ্যাকু গাড়ি জব্দ,

নীলফামারীর জলঢাকায় প্রশাসনিক অনুমতি ছাড়াই ১নং খাস খতিয়ানভুক্ত সরকারি পুকুর নাটাই বিলের প্রকৃতি ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অপরাধে মাটি খনন কাজে ব্যবহৃত একটি “ভ্যাকু গাড়ি” জব্দ করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। জব্দের সময় নাটাই বিল সাব-ইজারা নেয়া মতিউর রহমান ও তার লোকজন প্রশাসনের কর্তাদের বিভিন্নভাবে গালমন্দ এবং হুমকি প্রদান করেন। তবে এ কাজের সাথে জরিত নাটাই বিল ইজারা নেওয়া পশ্চিম খুটামারা(খামাতপাড়া) মৎস্যজীবী সমবায় সমিতির কাউকে আটক করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ দিন অতিবাহিত হলেও প্রকৃত অপরাধীরা ধরা ছোয়ার বাহিরে আছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম এর আদেশে খুটামারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরকারি নাটাই বিলে এ অভিযান পরিচালনা করেন। খুটামারা ইউনিয়ন ভূমি কর্মকর্তা রেজাউল হক বলেন, “এসিল্যান্ড স্যারের নির্দেশে আমি এখানে এসেছি। আমাকে যে মোশানটা দেখাইল, কালো করি লোকটা। কঠিন ব্যাপার। লোকটা আমাকে বলতেছে, আমি ইউএনও’র ভাই। আমি ইউএনও’র সাথে কথা বলবো। আমি এসিল্যান্ডের সাথে কথা বলবো না। স্যার অফিস থেকে একজনকে পাঠিয়েছে, ওনি এখানে আসা মাত্র তাকে ভ্যাকু গাড়িটি বুঝে দিয়ে চলে যাবো”। কালো লোকটার বিষয়ে জানা যায়, সাব-লিজ নেয়া মতিউর রহমানের লোক টেকনিশিয়ান, বাড়ি নওগা জেলায়।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ভেকুটি উদ্ধারের জন্য বিভিন্ন মহলের চলছে নানান তদবির। এছাড়াও ভ্যাকুটি জব্দের পর নামে মাত্র একটি মৎস্য জীবী সমিতির সদস্যরা নাটাই বিলের বাঁধ সংস্কারের জন্য অনুমতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম বলেন, অনুমতি না নিয়ে খুটামারা ইউনিয়নের সরকারী নাটাই বিলের কাজ ভ্যাকু দিয়ে করতে ছিল ইজারা নেয়া সমিতির লোকজন। তারাই মুলত কাজ করার জন্য ভ্যাকু লাগিয়েছে। তারা সরকারি কোন নিয়ম মানেনি। তাই ভ্যাকু গাড়ি আটক করে জব্দ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভ্যাকু গাড়ির জন্য কোন লোক আমার কাছে আসেনি। ভ্যাকু গাড়ির লোকজন আসলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার চেষ্টা থাকবে। আর কেউ যোগাযোগ না করলে নিলামের অর্ডার দেওয়া হবে। তিনি আরও বলেন, সরকারী পুকুর সংস্কারের জন্য কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হয়। এরপর সংস্কারের প্রয়োজন মনে হলে সরকার অনুমতি দিয়ে পুকুর সংস্কার করে দেয়। কিন্তু সরকারি পুকুরের প্রকৃতি নষ্ট বা সরকারি সম্পদ নষ্ট করা একধরনের অপরাধ। যারা এটা করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ভ্যাকু জব্দ করা হয়েছে।

  • Related Posts

    জলঢাকায় অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

    উদ্ভাবনে,অভিযানে,অংশীদারিত্বে, উন্নয়নের পথে একসাথে এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় সরকারী সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি “শীর্ষক” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে…

    Continue reading
    জলঢাকার আলু বিদেশে রপ্তানি, চাষিদের স্বস্তি 

    নীলফামারীর জলঢাকা উপজেলার আলু মালেশিয়ায় রপ্তানি হচ্ছে। সানশাইন, সান্তানা, কুইনঅ্যানি, সেভেন, কুমারিকাসহ কয়েকটি জাতের আলু বিদেশে যাওয়ায় আলুর দাম নিয়ে দুঃসময়ে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলছেন চাষি ও ব্যবসায়ীরা। ইতি মধ্যে…

    Continue reading

    সকল

    চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

    চিরিরবন্দরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

    বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

    বসন্তে ‘অলকানন্দ’ রুনা, দিলেন বিশেষ বার্তা

    বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

    বদলে গেল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম

    ‘হাসিনার পালানো’ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন

    ‘হাসিনার পালানো’ নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ভুল প্রশ্ন

    জেলা প্রশাসক সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব

    জেলা প্রশাসক সম্মেলনে উঠছে ৩৫৪ প্রস্তাব

    খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন সাদ্দাম হোসেন সভাপতি সরওয়ারুল আলম সেক্রেটারী

    খেলাফত মজলিস নীলফামারী জেলা কমিটি গঠন সাদ্দাম হোসেন সভাপতি সরওয়ারুল আলম সেক্রেটারী

    ভালবাসা দিবসেও ফুল বিক্রিতে ভাটা

    ভালবাসা দিবসেও ফুল বিক্রিতে ভাটা

    আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

    আয়নাঘরের সেই ইলেকট্রিক চেয়ারের অভিজ্ঞতা জানালেন রফিক মাদানি

    সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

    সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান

    নীলফামারী জেলা স্কাউটস এর সম্পাদক হলেন আতাউর রহমান