নারীদের জীবনমান উন্নয়নে রংপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১শে এপ্রিল) রংপুর জেলার হাজীরহাটের বখতিয়ারপুর গ্রামে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন ‘প্রান্তিক পর্যায়ের উন্নয়ন প্রচার’ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ নুরন্নবী খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ আতিকুর রহমান শাহ্।
প্রধান অতিথির বক্তৃতায় প্রকল্প পরিচালক বলেন, বর্তমান সারাদেশে তীব্র তাপপ্রবাহ চলমান। তীব্র তাপপ্রবাহে নিজেদের সুরক্ষিত রাখতে রোদ এড়িয়ে চলতে হবে। তিনি সকলকে দিনের বেলা একটানা শারীরিক পরিশ্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন। নারীদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, নারীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সরকার নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তিনি নারীদের প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তৃতায় রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মামুন অর রশিদ বলেন, নারীর ক্ষমতায়নের পূর্বশর্ত হলো শিক্ষা ও কর্মসংস্থান। সরকারি চাকরিতে বর্তমান ২৬ শতাংশ নারী কর্মরত। সরকারি-বেসরকারি চাকরিতে নারীদের সংখ্যা বৃদ্ধি করতে হলে বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তৃতায় রংপুর জেলা তথ্য অফিসের পরিচালক বলেন, পরিবার হলো সন্তানের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান। মায়ের দায়িত্ব হলো সন্তানকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলা। তিনি সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদানের উপর গুরুত্বারোপ করেন। ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সবাইকে সরকারের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করার আহ্বান জানান।
রংপুরের নিরাপদ খাদ্য অফিসার মোঃ লোকমান হোসেন বলেন, সুস্থ থাকার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণ করা প্রয়োজন। এজন্য তিনি শাকসবজি বেশি পরিমাণে খাওয়ার পাশাপাশি দেশীয় ফল গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
রংপুর জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তানিয়া তাজনীন মেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রামার হাবিবা হেলেন ও হাজীরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান। মহিলা সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক নারী উপস্থিত ছিলেন।